বাংলা প্রতিশব্দ তালিকা

বাংলা প্রতিশব্দ তালিকা bangla protishobdo

সমার্থক শব্দের অধ্যায় যদি ও সাইটে সংযুক্ত করা আছে। কিন্তু কিছু শব্দ আছে যার বাংলা প্রতিশব্দ প্রায় একটিই পরীক্ষায় এসে থাকে। এগুলোকে সমার্থক শব্দের স্থলে যুক্ত করলে কলেবর বড় হয়ে যেত। তাছাড়া এই বাংলা প্রতিশব্দ গুলোকে আলাদা ভাবে সহজে মনে রাখার জন্য বাংলা প্রতিশব্দ নামে আরেকটি পোস্ট যুক্ত করলাম। আশা করছি সবাই উপকৃত হবেন।

বাংলা প্রতিশব্দ কাকে বলে?

একই শব্দের একাধিক সমান অর্থ বিশিষ্ট শব্দ রয়েছে অথবা একই শব্দের সমান অর্থ দান করে এমন একাধিক শব্দ রয়েছে যেগুলোকে প্রতিশব্দ বলা হয়। নিচে বাংলা প্রতিশব্দ এর একটি তালিকা যুক্ত করা হল যা থেকে চাকরি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকবেই।

[wptb id=1458]

Leave a Comment