১৫৫০+ গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন / এক কথায় প্রকাশ

বাক্য সংকোচন এক কথায় প্রকাশ

বিসিএস সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন / এক কথায় প্রকাশ ।এখানে থেকে যে কোন নিয়োগ পরীক্ষায় কমন পড়বেই । কারণ বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। একটানা মুখস্থ করে ফেলুন এই এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন।

 

বাক্য সংকোচন / এক কথায় প্রকাশ কাকে বলে?

একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংক্ষেপণ বলে। এটি বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশেরই নামান্তর। বাক্য তথা ভাষাকে সুন্দর, সাবলীল ও ভাষার অর্থ প্রকাশের দীপ্তিকে সমুজ্জ্বল করার জন্য বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ অতীব গুরুত্বপূর্ণ। বহুপদকে একপদে পরিণত করার মধ্য দিয়ে বাক্য বা বাক্যাংশের সংকোচনের কাজ চলে ।

[wptb id=1428]

এক কথায় প্রকাশ বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ ভাষাশৈলী, যা বিশেষত ব্যাকরণ ও সাহিত্য শিক্ষায় ব্যবহৃত হয়। এটি মূলত দীর্ঘ বাক্যকে একটি শব্দে সংক্ষেপে প্রকাশের কৌশল। উদাহরণ হিসেবে, “যা বলা যায় না” এক কথায় হয় “অবর্ণনীয়”, এবং “যে দেশ ফুলের জন্য বিখ্যাত” এক কথায় হয় “ফ্রান্স”।

এক কথায় প্রকাশের মাধ্যমে ভাব, বিশেষণ বা পরিচয়কে সংক্ষিপ্ত ও সরলভাবে উপস্থাপন করা যায়, যা লেখাকে আরও প্রাঞ্জল ও আকর্ষণীয় করে তোলে। শিক্ষার্থীদের জন্য পরীক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে তাদের শব্দভান্ডার ও ভাষাগত দক্ষতার মূল্যায়ন হয়।

Leave a Comment