Site icon BD Information

বিপরীত শব্দ তালিকা

বিপরীত শব্দ biporit shobdo

বিপরীত শব্দ biporit shobdo

বিপরীত শব্দ খুব সহজ মনে হয়,তাই না? আচ্ছা বলেন তো ’উল্টো’ এর বিপরীত শব্দ কি? চিন্তায় পড়ে গেলেন ! আসলে সহজের ভিতরে ও অনেক কঠিন কিছু থাকে যা আমরা অনেকেই চিন্তা ও করি না। এ কারণেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিপরীত শব্দ ও অনেক সময় ভুল হয়ে যায়। তাই সবকিছুতেই আমাদের গুরুত্ব দিয়েই পড়তে হবে।এজন্য আমরা বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে একটি তালিকা তৈরি করেছি। যা থেকে চাকরির পরীক্ষাসহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন পড়বেই।আশা করছি নিচের তালিকাটি সবাই পড়বেন।

বিপরীত শব্দ কাকে বলে

যদি একটি শব্দ অন্য একটি শব্দের সম্পূর্ণ উল্টো অর্থ বা ভাবার্থবোধক হয়, তবে শব্দ দুটিকে পরস্পরের বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। সাধারণত তিন উপায়ে বিপরীত শব্দ গঠন করা যায়। যথা:

ক. উপসর্গ যোগে : সুসময়-দুঃসময়।
খ. সম্পূর্ণ ভিন্ন শব্দ যোগে : আলো-অন্ধকার।
গ. একটি শব্দের শেষে অন্য একটি শব্দ যোগ করে। পুণ্যবান-পুণ্যহীন।

[wptb id=1425]

Exit mobile version