bagdhara বাগধারা তালিকা 1300+

অর্থসহ বাংলা বাগধারা bagdhara

bagdhara

বাগধারা বাংলা ভাষার নিজস্ব সম্পদ। রুপক অর্থে বাগধারা ব্যবহারের কারণে বাংলা ভাষা হয়ে উঠেছে আরো সমৃদ্ধ। বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে এমন কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা নেই যেখানে বাগধারা থেকে প্রশ্ন আসে না। আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ বাংলা বাগধারা তালিকা প্রস্তুত করেছি। যা বিসিএস সহ যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কমন পড়বেই।

বাগধারা কাকে বলে?

বাগধারা শব্দের অর্থ কথা বলার ‘বিশেষ ঢং বা রীতি’। এর ইংরেজি প্রতিশব্দ Idiom. কোনো শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যপূর্ণ হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় । বিশেষ কোন ঘটনা প্রসঙ্গে আমরা এসব বিশিষ্টার্থক শব্দ প্রয়োগ করি । যার ফলশ্রুতিতে কালক্রমে এসব বাগধারা তৈরি হয়েছে। এসব শব্দ বা বাক্যাংশ তার আভিধানিক অর্থকে ছাপিয়ে অন্য কোন দ্যোতক অর্থ প্রকাশ করার সক্ষমতা রাখে বলে এসব শব্দ বা বাক্যাংশকে বাগধারা বলা হয়।

[wptb id=1468]

Leave a Comment