Home Education Info বাংলা প্রতিশব্দ তালিকা

বাংলা প্রতিশব্দ তালিকা

বাংলা প্রতিশব্দ তালিকা bangla protishobdo
বাংলা প্রতিশব্দ তালিকা bangla protishobdo
PDF Download করতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন

Contact us If any query
2digitalhelp@gmail.com

সমার্থক শব্দের অধ্যায় যদি ও সাইটে সংযুক্ত করা আছে। কিন্তু কিছু শব্দ আছে যার বাংলা প্রতিশব্দ প্রায় একটিই পরীক্ষায় এসে থাকে। এগুলোকে সমার্থক শব্দের স্থলে যুক্ত করলে কলেবর বড় হয়ে যেত। তাছাড়া এই বাংলা প্রতিশব্দ গুলোকে আলাদা ভাবে সহজে মনে রাখার জন্য বাংলা প্রতিশব্দ নামে আরেকটি পোস্ট যুক্ত করলাম। আশা করছি সবাই উপকৃত হবেন।

বাংলা প্রতিশব্দ কাকে বলে?

একই শব্দের একাধিক সমান অর্থ বিশিষ্ট শব্দ রয়েছে অথবা একই শব্দের সমান অর্থ দান করে এমন একাধিক শব্দ রয়েছে যেগুলোকে প্রতিশব্দ বলা হয়। নিচে বাংলা প্রতিশব্দ এর একটি তালিকা যুক্ত করা হল যা থেকে চাকরি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকবেই।

মূল শব্দ

প্রতিশব্দ

অরন্তুদ

মর্মভেদী

অরুণ

প্রভাত সূর্য

অপোগণ্ড

নাবালক/অপদার্থ/অকর্মণ্য

অত্র

এখানে

অলীক

অসত্য/মিথ্যা

অপাঙ্গ

দৃষ্টিকোণ

অবিহিত

অনুচিত

অনীক

সৈনিক

অপলাপ

অস্বীকার

অনুপম

মনোরম

অবিমিশ্র

বিশুদ্ধ

অমরাবতী

স্বর্গ

অত্যহিত

সর্বনাশ

অব্যূঢ়

অবিবাহিত

অগ্নি-সহ

যা আগুনে পোড়ে না

আধেক

অর্ধেক

অষ্টরম্ভা

শূন্য বা ফাঁকি

অনন্তর

অতঃপর

অভিরাম

রমণীয়/মনোরম/সুন্দর

আশিষ

আশির্বাদ

আমানত

গচ্ছিত

অর্বাচীন

মূর্খ/ অপরিণত বুদ্ধি

অতিশয়

সদাশয়

অছি

অভিভাবক

আদেশ

অনুশাসন

আসার

প্রবল বৃষ্টিপাত/জলকণা

আভরণ

অলংকার

ইনকিলাব

বিপ্লব

ইত্তেফাক

মিল/ঐক্য

কপোল

গাল

উপাধান

বালিশ

উপরোধ

অনুরোধ

উদ্যত

বলিষ্ঠ

উপক্রম

সূত্রপাত

ঊর্ণাজাল

মাকড়সার তৈরি জাল

উত্তম

প্রধান

উৎকুণ

উকুন

উচ্ছগ্যু

উৎসর্গ

এপিটাফ

সমাধি-লিপি

ঐকতান

সমস্বর

কুক্কুট

মোরগ

কোন্দা

তালগাছের নৌকা

কুজ্ঝটিকা

কুয়াশা

কোষ্ঠী

জন্মপত্রিকা

কিরীট

মুকুট

কানাসোঁআ

কানায় কানায় পরিপূর্ণ

কর্বূর/কর্বুর

রাক্ষস

কেওয়াট

দরজা বা কপাট

কালকূট

তীব্রবিষ

কপর্দকহীন

নিঃস্ব

ক্রোশ

তিন কিলোমিটার

কার্তিক

রুপবান/সুন্দর চেহারা

কিণাঙ্ক

কড়া

খক্ষ

ভল্ল

খদ্যোত

জোনাকি পোকা

খাদির

খয়ের

গুবাক

সুপারি

গুমটি ঘর

প্রহরীদের থাকার অপ্রশস্ত কুঠুরি

গলাধঃকরণ

গিলে ফেলা

গৃধ্র

শকুন

জাফরি

চৌকা ছিদ্রের বেড়া

জাঙ্গাল

বাধ

জঙ্গম

গতিশীল

জুলমাত

অন্ধকার

জাহাকুল আবদ

গোলামের হাসি

ঠোঁট

চষ্ঞু

তয়খানা

ভূগর্ভস্থ কক্ষ

তক্ষক

ছুতার

তন্ডুল

চাল

ঝি

কন্যা

টীকা ভাষ্য

ব্যাখ্যা বিশ্লেষণ

পরাহত

পরাজিত

প্রাংশু

দীর্ঘকায়

পনস

কাঁঠাল

প্রতীকধর্মী

নিদর্শন জ্ঞাপক

পোখরাজ

মণি বিশেষ

পুষ্পারতি

ফুলের নিবেদন

পঞ্চম স্বর

কোকিলের সুরলহরী

প্রকর্ষ

উৎকর্ষ

দৌবারিক

দারোয়ান

প্রথিত

বিখ্যাত

পর্যঙ্ক

পালঙ্ক

প্রতীতি

বিশ্বাস

প্রবীণ

অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি

পরার্থ

পরোপকার

পাণি গ্রহণ

বিবাহ/পরিণয়

পুন্ড্র

ইক্ষু

প্রস্রবণ

ঝরণা/ফোয়ারা/নির্ঝর

প্রচুর

ভূয়িষ্ঠ

প্রাকার

প্রাচীর

প্রকৃত

যথার্থ

পেলব

কোমল/মৃদু

পল্লব গ্রাহিতা

ভাসা ভাসা জ্ঞান

প্রীণন

প্রীতি সম্পাদন

পল্লল

ডোবা

বদান্যতা

দানশীলতা

বিরাগী

উদাসীন

বিধুর

কাতর

বিজিত

পরাজিত

বাতুল

উন্মাদ

ব্রততী

লতা

ব্রাত্য

পতিত

বামেতর

ডান

বানি

গয়না তৈরির মজুরি

বেসাতি

কেনাবেঁচা

বিসর্জন

ত্যাগ

ভিষক

চিকিৎসক

মন্ডুক

ভেক/ব্যাঙ

মঙ্গা

অভাব

মাধবী

বাসন্তী ফুল

মুখচোরা

লাজুক

মৃগয়া

হরিণ শিকার

রাসভ

গাধা

রোজনামচা

দিনলিপি

রসাতল

ধ্বংস

শ্বশ্রু

শাশুড়ি

আস্তীর্ণ

অনাস্তীর্ণ

শীকর

জলকণা

শরণ

আশ্রয়

শিষ্টাচার

সদাচার

শুক্তি

ঝিনুক

শকট

গাড়ি

যবন

মুসলিম

শ্লাগা

আত্নপ্রশংসা/গৌরব

সঁপা

সমর্পণ

সম্মার্জনী

ঝাঁটা

সহসা

হঠাৎ

সওগাত

উপহার

সম্পৃক্ত

সংযুক্ত

সার্ধ

দেড়

সপ্তসুর

সাতটি সুর

সম

সমান

স্বার্থহীনতা

লোকহিত

সন্তরি

উত্তাল

সায়ন্তন

সন্ধ্যা

সুপ্ত

নিদ্রিত

সাঁকো

সংক্রম

সপ্তম সুরে

উচ্চ বা চড়া সুরে

সংহারক

বিনাশকারী

সেতারা

তারকা

স্বাক্ষর

দস্তখত

সমভিব্যাহারে

একত্রে গমন

লেফাফা

মোড়ক

তুবড়ি

বাজি

গহ্বর

বিবর/গর্ত

আরো দেখুন  কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ (সকল সেট)
PDF Download করতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here