Contact us If any query
2digitalhelp@gmail.com
বিসিএস সহ যে কোন চাকরির পরীক্ষা অথবা যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমার্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এ টপিক থেকে প্রায় প্রত্যেক পরীক্ষাতেই প্রশ্ন থাকে। তবে সমার্থক শব্দের ভান্ডার বৃদ্ধি করা যথেষ্ট কষ্টসাধ্য বিষয়। আমরা সেই বিষয়টিকে সহজ করার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্ন থেকে সমার্থক শব্দ সংগ্রহ করে এবং সেগুলোকে বাছাই করে আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের এই তালিকা থেকে যে কোন চাকরির পরীক্ষায় কমন পড়বেই ইনশাআল্লাহ। তাই নিচের তালিকাটি একটানা মুখস্থ করে ফেলুন।
সমার্থক শব্দ কী?
সমার্থক শব্দের অর্থ হলো সমার্থবোধক বা একার্থবিশিষ্ট শব্দ । বাংলা শব্দ ভাণ্ডারে কিছু শব্দ আছে যা অন্য একটি শব্দের প্রতিপক্ষ অর্থাৎ অন্য একটি শব্দের অনুরূপ অর্থ প্রকাশ করে, এরূপ সম-অর্থ জ্ঞাপক ভিন্ন শব্দকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলে। প্রতি সমার্থক শব্দেই থাকে ভিন্ন ভিন্ন ব্যঞ্জনা, ভিন্ন ভিন্ন ইতিহাস। সমার্থক শব্দের মাধ্যমে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়, সৌন্দর্য বৃদ্ধি পায় এবং রচনায় শব্দ বৈচিত্র্য আসে।
সমার্থক শব্দের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
মনের ভাব সুস্পষ্ট ও যথাযথ প্রকাশ করতে হলে অবশই সমার্থক শব্দের প্রয়োজন রয়েছে। তাই সমার্থক শব্দ ব্যবহারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। নিচে তা আলোচনা করা হলো।
১.সমার্থক শব্দ বাংলা ভাষার শব্দভান্ডারকে সমৃদ্ধ করে।
২.মননশীল ও আধুনিক সাহিত্য সৃষ্টি করতে হলে অবশ্যই সমার্থক শব্দের ব্যবহার করতে হবে।
৩.গুরুচন্ডালি দোষ এড়াতেও সমার্থক শব্দভান্ডার সমৃদ্ধ করতে হবে।
৪.গাম্ভীর্যপূর্ণ বক্তব্য যথাযথ সমার্থক বা প্রতিশব্দ ছাড়া দেওয়া সম্ভব নয়।
৫.সমার্থক শব্দ ব্যবহারের ফলে আমরা মনের ভাব আরো সহজে প্রকাশ করতে পারি।
৬.ভাষাশৈলীর অবয়ব গঠনকে আরো বলিষ্ঠ করে।
৭.সৃজনশীল সাহিত্য সৃষ্টি করতে সমার্থক শব্দের প্রয়োজনীয়তা অপরিসীম।
৮. প্রতিশব্দ ভাষার সৌন্দর্য ও নান্দনিকতার প্রাণস্বরুপ।
৯.সমার্থক শব্দ কবিতার উপমা, শব্দ চয়ন ও ভাষার আতিশয্যে গাম্ভীর্যের বিকাশ ঘটাতে সহায়তা করে।
মূল শব্দ | সমার্থক শব্দ বা একার্থক শব্দ বা প্রতিশব্দ |
অশ্রু | অশ্রুবারি, আঁখি-নীর, চোখের জল, নয়নজল,নেত্রজল, লোর |
অগ্নি | অনল, আগুন, কৃশানু, দহন, পাবক, বহি, হুতাশন, বৈশ্বানর, বিভাবসু, শিখা, সর্বভূক, সর্বশুচি, পাবন |
আল্লাহ্ | অন্তর্যামী, ঈশ্বর, খোদা, জগদীশ্বর, জগন্নাথ, দেব, ধাতা, প্রভু, বিধাতা, বিশ্বপতি, ভগবান, পরমাত্মা, মনিব, সুর, সৃষ্টিকর্তা, স্রষ্টা |
অন্ধকার | অমা, অমানিশা, আঁধার, আঁধিয়ার, তম, তমঃ, তমসা, তিমির, তমিগ্র, শর্বর |
আলো | উদ্ভাস, আভা, জ্যোতি, দীপ্তি, দ্যুতি, নূর, প্রভা, বিভা, ভাতি |
আনন্দ | আহলাদ, আমোদ, খুশি, পুলক, সুখ, প্রমোদ, প্রীতি, ফুর্তি, হর্ষ, হরষ |
আকাশ | অন্তরীক্ষ, অম্বর, অভ্র, অনন্ত, আসমান, গগন, ব্যোম, নীলিমা, দ্যুলোক, শূন্য, নভঃ |
ইচ্ছা | অভিপ্রায়, অভিলাষ, আগ্রহ, আকাঙ্ক্ষা, কামনা, বাঞ্ছা, বাসনা, মনোরথ, সাধ |
ইতি | অবসান, অন্তিম, অন্ত্য, বিরাম, যবনিকা, শেষ, সমাপ্তি |
ঊর্মি | কল্লোল, জোয়ার, ঢেউ, তরঙ্গ, বীচি, লহর, লহরী, হিল্লোল |
উচ্ছ্বাস | উল্লাস, বিকাশ, স্ফূর্তি, স্ফুরণ |
ঋণ | কর্জ, দেনা, ধার, হাওলাত |
কন্যা | মেয়ে, তনয়া, নন্দিনী, সুতা, দুহিতা, আত্মজা, দরিকা, পুত্রী, ঝি, বালা |
কান্না | কাঁদা, রোদন, রোনাজারি, ক্রন্দন, কাদন, অশ্রুপাত |
কবুতর | কপোত, পায়রা, পারাবাত, নোটন, লোটন |
কান | কর্ণম, শ্রবণ, শ্রুতি, শ্রবণেন্দ্ৰিয় |
কুল | জাতি, জাত, প্রবর, গোত্র, বংশ, সমাজ,বর্ণ,গোষ্ঠী, কৌলীন্য , |
কপাল | ললাট, ভাগ্য, ভাল, অদৃষ্ট, নিয়তি, নসিব, অলিক, বরাত |
কুহক | মায়া, ছলনা, ভেল্কি, ইন্দ্রজাল, প্রতারণা,ধোঁকা,ভ্রম, জাদু |
কিরণ | অংশু, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, রশ্মি, ময়ূখ |
কটি | কোমর, কাঁকাল, মাজা |
কলহ | ঝগড়া, বিবাদ, বিরোধ, কোন্দল, দ্বন্দ্ব, ঝগড়া-ঝাঁটি |
কোকিল | পরভৃত, পিক, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্যপুষ্ট, কলকণ্ঠ,বসন্তদূত, মধুবন |
কুঁড়ি | কোরক, মুকুল, কলিকা, কলি, অফোটা ফুল |
কূল | তীর, তট, সৈকত, কীনারা, ধার, পুলিন, আশ্রয়, পাড় |
কুটুম্ব | আত্মীয়, জ্ঞাতি, স্বগোত্রজ ব্যক্তি |
কাক | বায়স, পরভৃৎ |
কেশ | চুল, অলক, কুন্তল, চিকুর, শিরোজ, শিরসিজ |
কপোল | গাল, গণ্ড (গণ্ডদেশ) |
ক্রোধ | রাগ, রোষ, গোসা, কোপ, উষ্মা, উত্তেজনা |
কলা | কদলী, রম্ভা, পত্রগোটা |
কালো | অসিত, কৃষ্ণ, শ্যাম, শ্যামল, কানাই |
কথা | বাণী, উক্তি, বচন, কথন, বচঃ, বাক্য, ভাষা, খবর জবান, বাক্, বুলি, বোল |
কেশব | বিষ্ণু, কৃষ্ণ, গোপাল, জনার্দন |
খবর | সংবাদ, সন্দেশ, বার্তা, ফরমান, তথ্য, সমাচার, তালাস |
খড়গ | কৃপাণ, অসি, তরবারি, তলোয়ার |
খ্যাতি | যশ, প্রসিদ্ধি, সুনাম, কীর্তি, সুখ্যাতি, অনিন্দ্য, নন্দিত |
গঙ্গা | জাহ্নবী, ভাগীরথী, গোমতী, কাবেরী, সুরধনী |
গন্তব্য | অভীষ্ট, লক্ষ্য, উদ্দেশ্য, মনজিল |
গরু | গো, গাভী, ধেনু, পয়স্বিনী |
ঘর | গৃহ, আলয়, আবাস, নিকেতন, নিবাস, আগার, বাটি, সদন, ভবন, ধাম |
ঘোড়া | ঘোটক, বাজী, অশ্ব, তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম, হয় |
চোখ | অক্ষি, চক্ষু, নয়ন, নেত্র, লোচন, আঁখি, সিডর |
চাঁদ | চন্দ্ৰ, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ, রাকেশ, সুধাময় |
জ্যোৎস্না | চন্দ্রিমা, চন্দ্রিকা, কৌমুদী, জোছনা, চন্দ্রালোক, চাঁদনী (কবিতায়) |
জিজ্ঞাসা | প্রশ্ন, শুধানো, পুছা, জেরা |
জল/ পানি | অম্বু, অপ, নীর, পানি, সলিল, বারি, উদক, পয়, পয়ঃ, তোয়, প্রাণদ, বারুণ |
ঝড় | ঝটিকা, প্রভঞ্জন, ঝঞ্ঝা, তুফান, বাত্যা |
ঢেউ | ঊর্মি, তরঙ্গ, লহর, লহরী, ঊর্মিলহরী, জোয়ার, বীচি, কল্লোল, উল্লোল, হিল্লোল |
তীর | তট, শর, বাণ, শায়ক, অবধি, পুলিন, আশ্রয় |
দোকান | আপণ, বিপণি, পণ্য-বিচিত্রা, পণ্যগৃহ, পণ্যশালা |
দক্ষ | নিপুণ, পটু, পারদর্শী, কর্মঠ, কর্মণ্য |
দেহ | অঙ্গ, গাত্র, গা, গতর, কায়া, কলেবর, তনু, শরীর |
দিন | দিবস, দিবা, বাসর, অহ, অহ্ন, বার, রোজ |
দরিদ্র | নির্ধন, দীন, বিত্তহীন, কাতরহীন, গরিব, অসহায় |
দর্প | দম্ভ, অহংকার, গর্ব, আস্ফালন, বড়াই |
ধন | অর্থ, বিত্ত, সম্পদ, সম্পত্তি, বিভব, বৈভব, ঐশ্বৰ্য,দৌলত |
নদী | তটিনী, সরিৎ, শৈবলিনী, তরঙ্গিনী, স্রোতস্বতী, স্রোতস্বিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, গিরি নিঃস্রাব, গাঙ, মন্দাকীনী, কূলবতী, স্রোতোবহা, সমুদ্রবল্পতা, সমুদ্রকান্তা, কল্লোলিনী, কলস্বিনী |
নারী | স্ত্রী, স্ত্রীলোক, মেয়ে, রমণী, মহিলা, কামিনী, ভামিনী, অঙ্গনা, রামা, বামা, ললনা, অবলা, আওরত, সামন্তিনী, মানবী, জেনানা, কান্তা |
নর | পুরুষ, মর্দ, মানুষ, মানুষ্য, মানব, লোক, জন |
পাখি | পক্ষী, বিহগ, বিহঙ্গম, দ্বিজ, খেচর, খগ, গরুড় |
পুকুর | পুষ্করিণী, জলাশয়, দীঘি, সরোবর |
পতাকা | কেতন, নিশান, ধ্বজা, ঝাণ্ডা, বৈজয়ন্তী |
পৃথিবী | বসুমতী, বসুন্ধরা, বসুধা, বসুমাতা, ধরা, ধরিত্রী, ধরাতল, মেদিনী, মহি, পৃথ্বী, অদিতি, অবনি, অখিল, ভূ, ভূলোক, ভুবন, ভূতল, উর্বী, বিশ্ব, জগৎ, ক্ষিতি, ক্ষিতিতল, মর্ত্য, দুনিয়া, জাহান, ধরণি, ধরাধাম |
পাথর | পাষাণ, প্রস্তর, মণি, অশ্ম, শিল, শিলা, কাঁকর |
পুত্র | ছেলে, তনয়, নন্দন, সুত, আত্মজ, তনুজ, পুত, দুলাল, দারক |
পর্বত | অদ্রি, অচল, গিরি, পাহাড়, শৈল, নগ, ভূধর, মহীধর, মেদিনীধর, ক্ষিতিধর, শৃঙ্গী |
পিতা | বাবা, আব্বা, জনক, জন্মদাতা, পিতৃ |
পুষ্প | কুসুম, রঙ্গন, ফুল, প্রসূন |
পেষণ | দলন, মর্দন, বাটা, চূর্ণন |
প্রাসাদ | অট্টালিকা, দালান, বালাখানা |
পয়জার | পাদুকা, জুতা, চর্মপাদুকা |
পদ্ম | পঙ্কজ, রাজীব, উৎপল, কমল, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, তামরস, নলিনী, সরোবর, কোকনদ, সরোজ, সরসিজ, পুষ্কর |
প্রভাত | ঊষা, ভোর, প্রত্যূষ |
পথ | রাস্তা, মার্গ, অয়ন, সরণি, সড়ক, নিগম, নির্গমন, রাহা, বাট |
পা | পদ, পাদ, চরণ |
বিদ্যুৎ | তড়িৎ, সৌদামিনী, বিজলী, দামিনী, ক্ষণপ্রভা, অণুপ্রভা, চপলা, চঞ্চলা, শম্পা |
ব্যবসায়ী | ব্যবসাদার, বেনে, বানিয়া, বণিক, সওদাগর,দোকানি |
বজ্র | বাজ, অশনি, কুলিশ, দম্ভোলি, কঠিন, দৃঢ় |
বৃক্ষ | গাছ, পাদপ, তরু, শাখী, বিটপী, মহীরুহ, দ্রুম, উদ্ভিদ, পল্লবী, শিখরী, পর্ণী, শৃঙ্গী (অন্য অর্থ-পর্বত) |
বন | অরণ্য, অরণ্যানী, অটবি, জঙ্গল, কানন, বিপিন,বনানী, কুঞ্জ, কান্তার, গহন |
বিজ্ঞ | বুধ, মনীষী, জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান, প্রতিভাধর, অভিজ্ঞ, বিচক্ষণ |
বিবর | গর্ত, গহ্বর, ছিদ্র, রন্ধ্র, বিল |
বানর | শাখামৃগ, বাঁদর, বান্দর |
ভ্রমর | মধুকর, মধুলেহ, মধুপ, ভোমরা, মৌমাছি, অলি, ভৃঙ্গ, ষট্পদ, শিলীমুখ, দ্বিরেফ |
ভয়ানক | ভীষণ, ভীম, খুব, ভয়ঙ্কর, ভয়াবহ, অত্যন্ত, অতিশয়, ভীতিজনক |
ভয় | ডর, ভীতি, ত্রাস, দর, শঙ্কা, আতঙ্ক |
মেঘ | অভ্র, জলদ, জলধর, বারিদ, নীরদ, জীমূত, বলাহক, তোয়দ, পয়োদ, কাদম্বিনী |
মাতা | মা, জননী, গর্ভধারিণী, প্রসূতি, আম্মা, মাতৃ, জম্মদাত্রী, জনিকা |
মৃদু | নরম, কোমল, হালকা, আলতো, অল্প, ধীর, হালকা |
ময়ূর | কলাপী, কেকা, কেকী, শিখী, শিখণ্ডী, শিখণ্ডক, বর্হী, বর্হিণ |
মঙ্গল | কল্যাণ, শুভদ, শুভ, সু, সুখ, সমৃদ্ধি |
মৃত্যু | ইন্তেকাল, ইহলোকত্যাগ, সংবরণ, চিরবিদায়, জান্নাতবাসী হওয়া, দেহত্যাগ, প্রাণত্যাগ,পঞ্চত্বপ্রাপ্তি, পরলোকগমন, লোকান্তর গমন, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, স্বর্গলাভ, মরণ, নিপাত, মারা যাওয়া, পটল তোলা, মহাপ্রয়াণ |
যুদ্ধ | আহব, রণ, সমর, সংগ্রাম, বিগ্রহ, লড়াই, সংঘাত |
রানি | রাজ্ঞী, সম্রাজ্ঞী, সুলতানা, মহিষী, রাজপত্নী, বেগম |
রাজা | নরেন্দ্র, নরেশ, নৃপ, নৃপাল, নৃপেন্দ্র, নৃপতি, নরপতি, ভূপতি, ভূপাল, মহীপাল, অধিরাজ, শাহ্, বাদশা |
রক্ত | রুধির, শোণিত, রাঙা, রক্তিম, রঞ্জিত, লাল, আবির, লহু |
লাল | রক্ত, লোহিত, অরুণ, শোণ, রাতুল |
সূর্য | আদিত্য, তপন, দিবাকর, দিনকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, দিনেশ, কীরণমালী, বিভাকর, বিভাবসু, মিহির, আফতাব, বিবস্বান, প্রভাকর, সুর, অরুণ |
সমুদ্র | সাগর, অর্ণব, জলধি, জলনিধি, উদধি, পয়োধি, পাথার, পারাবার, বারিধি, রত্নাকর, সিন্ধু, গাভ, নদীকান্ত, বারীশ, জীমূত, নীলাম্বু, অম্বুধি, দরিয়া |
সাপ | সৰ্প, অহি, আশীবিষ, নাগ, ফণী, ভুজঙ্গ, ভুজঙ্গম, উরগ, পন্নগ, কাকোদর, বায়ুভূক, বিষধর, হরি |
সত্ত্ব | সত্তা, অস্তিত্ব, স্বত্ত্বগুণ, প্রকৃতি, স্বভাব, আত্মা, প্রাণ, পরাক্রম, সাহস, প্রাণী, নির্যাস |
সাদা | শুক্ল, শুভ্র, শুচি, শ্বেত, সিত, বিশদ, গৌর, ধবল, সফেদ |
স্বামী | নাথ, কান্ত, দয়িত, পতি, মনিব, প্রভু |
সিংহ | কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, পারীন্দ্র, পশুরাজ, হরি, হর্যক্ষ |
স্বর্গ | দেবলোক, দ্যুলোক, বেহেশত, সুরলোক, ত্রিদিব, ত্রিদশালয়, অমরালয়, অমরা, অমরাবতী, ইন্দ্ৰলোক, বেহেশত (ফারসি), জান্নাত (আরবি)। |
সনাতন | নিত্য, চিরস্থায়ী, চিরন্তন, শাশ্বত |
সুন্দর | মনোরম, মনোহর, শোভন, সুদৃশ্য, চারু, সুচারু, সুদৰ্শন, ললিত, সুশ্রী, সুকান্ত, রম্য, রমণীয়, কান্তিমান, শোভাময়, লাবণ্যময়, অপরূপ, অনুপম |
স্বর্ণ | সোনা, সুবর্ণ, কাঞ্চন, হেম, হিরণ, কর্পূর, মহাধাতু |
স্ত্রী | ভার্যা, পত্নী, সহধর্মিণী, অর্ধাঙ্গিণী, দার, দারা, দয়িতা, জায়া, কলত্র, বনিতা, কান্তা, বধু, বউ |
শত্রূ | অরি, দুশমন, অমিত্র, অবন্ধু, বিরোধী, রিপু, বৈরী, প্রতিপক্ষ |
শ্রীঘর | জেল, জেলখানা, কারাগার, কারা, হাজতখানা, কয়েদখানা, বন্দিশালা |
শব্দ | ধ্বনি, রব, নাদ, নিনাদ, স্বন, নিস্বন, আবার, আরব, আওয়াজ, স্বর |
হাতি | হস্তী, কুঞ্জর, কর, করী, গজ, মাতঙ্গ, রদী, রদনী, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, পিল |
হাত | কর, বাহু, ভুজ, হস্ত, পাণি, হস্তক |
হরিণ | মৃগ, কুরঙ্গ, ঋষ্য, শম্বর, সারঙ্গ, সুনয়ন |