অভ্যাস ভয়ানক জিনিস সারাংশ
সারাংশ লেখ:
অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন: মানুষ হবার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক কর সপ্তাহে অন্তত একদিন তুমি মিথ্যা বলবে না। ছয়মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস কর। তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা কর, সপ্তাহে তুমি দুই দিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে তখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনও ইচ্ছা কোরো না। তাহলে সব পন্ড হবে।
অভ্যাস ভয়ানক জিনিস সারাংশ
উত্তরঃ
অভ্যাস একটি শক্তিশালী প্রভাব ফেলতে পারে, যা হঠাৎ করে পরিবর্তন করা কঠিন। মানুষের প্রকৃত উন্নতির জন্য ধীর ও সহিষ্ণু হওয়া প্রয়োজন। যদি তুমি সত্যবাদী হতে চাও, তাহলে সপ্তাহে অন্তত একদিন মিথ্যা না বলার সিদ্ধান্ত নিতে হবে। ছয় মাস ধরে এই অভ্যাস গড়ে তোলার পর, সপ্তাহে দুই দিন মিথ্যা না বলার প্রতিজ্ঞা করা উচিত। এক বছর পর সত্য বলার অভ্যাস অনেকটা সহজ হয়ে যাবে। ধারাবাহিক সাধনা এবং সংগ্রামের মাধ্যমে, একদিন এমন সময় আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলা সম্ভব হবে না। নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পাপ ও প্রবৃত্তির বিরুদ্ধে হঠাৎ জয়ী হওয়ার চেষ্টা করলে তা ব্যর্থ হতে পারে, তাই ধৈর্য এবং নিয়মিত সাধনা প্রয়োজন।
অভ্যাস ভয়ানক জিনিস সারাংশ